1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে পন্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ঝুমুর আক্তার (১৫) নামের ৮ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই মাদ্রাসা ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচড়া গ্রামের প্রবাসি মজিবর সরদারের মেয়ে ঝুমুর আক্তারের সাথে পটুয়াখালীর এক ছেলের সাথে বিয়ের আয়োজন চলছিল এবং বুধবার দুপুরে কনের বাড়িতে খানাপিনার আয়োজন করা হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে অবহিত করলে তাৎক্ষনিক ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ের আয়োজন করতে নিষেধ করা হয়। তাতেও কর্নপাত না করায় পরবর্তীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের লোক পাঠিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে বিয়ে না দেয়ার অঙ্গীকারনামা নেয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম উচ্চমান সহকারী মোঃ মারুফুজ্জামান জানান, বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মহিলা অধিদপ্তরের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা করি এবং ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মেয়ের মা শাবানা বেগম লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাইসুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে মহিলা বিষয়ক অধিদপ্তরের লোক পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। সেই সাথে ওই পরিবার যাতে আর বাল্যবিয়ের আয়োজন না করে তার জন্য লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট