1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

তালায় সহকারি পুলিশ সুপার নুরুল্লাহ’র যোগদান

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নুরুল্লাহ। অপরদিকে বর্তমান সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে পদায়ন পেয়ে গোপালগঞ্জ জেলায় যোগদান করবেন বলে জানা যায়। বৃহস্পতিবার তালা সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহ দায়িত্বভার গ্রহণ করেন। এসময় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নবাগত সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানান। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।
এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিদায়ী সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমানের কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসেবামূলক কাজে যেভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তা প্রশংসনীয়। তিনি নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, তালা সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহ ৪০তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (অঝচ) হিসেবে যোগদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট