1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

দশমিনায় কৃষি উদ্যোক্তা কাজী আনিছ’র কমলা চাষে বাজিমাত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে বাজিমাত করেছে। উপজেলার প্রান্তিক এই চাষী পারিবারিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে। চলতি বছর কাজী আনিছ তার কৃষি খামারে চায়না কমলা-৩চাষ করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট লেবুখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র ও দশমিনা উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর তাকে এই কমলা চাষ করার জন্য পরামর্শ দিয়েছে। পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট লেবুখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেদ্র থেকে চায়না কমলা-৩ প্রজাতির চারা সংগ্রহ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ সার্বক্ষনিক ভাবে উপজেলার একমাত্র কৃষি উদ্যোক্তা ও ১১ তম জাতীয় কৃষি স্বর্ন পদকপ্রাপ্ত কৃষক কাজী আনিছুর রহমানকে উৎসাহ দিয়েছে। তার খামারে কমলার ফলন দেখে অন্যান্য কৃষকরা কমলা চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের চাষী কাজী আনিছ জানান, আমি অনেক বছর যাবৎ বাণিজ্যিক ভিত্তিতে নার্সারী ব্যবসার পাশাপাশি বিভিন্ন ফলমূল উৎপাদন করি। তাই আমি এই বছর উপজেলা কষি কর্মকর্তার পরামর্শে বাণিজ্যিকভাবে কমলার চাষ করছি। জেলার লেবুখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে আমার লাগানো কমলার চারা নিয়ে আসা হয়। আমি প্রায় অর্ধ একর পতিত জমিতে কমলার চাষ করেছি। অনেক ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর নিয়মিত খোঁজ খবর নেওয়াসহ সার্বিক সহযোগিতা করে আসছে।
এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহামদ জানান, কমলা চাষের জন্য বাড়তি জমির প্রয়োজন হয় না। উপজেলার পতিত জমি চাষের আওতায় আনার পরিকল্পনা হিসেবে কমলা চাষে চাষীদেরকে উদ্ধুদ্ধকরণ করা হয়েছিল। কমলা উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য বেশি থাকায় উপজেলার কৃষকদের মাঝে কমলা চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট