দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়। কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় এই গাছের চারা রোপন করা হয়।
উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছর চারা বিতরন করেন। গাছের চারা বিতরনীর সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.আরিফুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.সাইফুর রহমান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো.মনিরুল হক,সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো.রবি ফয়সাল প্রমুখ। এছাড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে প্রনোদনার আওতায় উপজেলা সদরের বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়,দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়,আরজবেগীর এস.এ.মাধ্যমিক বিদ্যালয়, বেতাগী-সানকিপুর ইউনিয়নের খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়, আলীপুরা ইউনিয়নের আলীপুর মাধ্যমিক বিদ্যালয় এবং দশমিনা সদরের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বান্ধব চারা প্রদান করা হয়।