নড়াইল প্রতিনিধি : নড়াইলে চেক প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসাইন ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। চেক-ডিসঅনারের কারনে এনআই এ্যাক্টের দু’টি মামলায় সাজাপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসাইন ফারুক গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই চৌরাস্তার একটি মাছের আড়তে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিছালী ইউপি চেয়ারম্যান হিমায়েত হোসাইন ফারুক চেক ডিস-অনারের দু’টি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।