1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরের দর্শনার্থীদের নজর দক্ষিণ বড়কুপটে ২১ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা দর্ষণ জলবায়ু অভিবাসনে ঝুঁকিতে উপকূল সমাধানে এগিয়ে আসছে যুবরা ৪২ কোটি টাকা ঘুষ গ্রহণ, আসামি সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৮ জন খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : পার্বত্য উপদেষ্টা কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে রাশিয়া আতঙ্কে পোল্যান্ডের আকাশসীমা বন্ধ, বাল্টিক সাগরে বাড়লো ন্যাটোর উপস্থিতি হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষীর জবানবন্দি, দেখানো হলো ১৭ ভিডিও সাতক্ষীরায় ৫৯৩টি পূজামন্ডপে চলছে মহাষষ্ঠী মৃত ভোটারদের বাদ ও নারীদের অতিরিক্ত সংখ্যা কমিয়ে আনা হয়েছে: সিইসি বিসিবির নির্বাচনে বাধা নেই

শ্যামনগরের দর্শনার্থীদের নজর দক্ষিণ বড়কুপটে ২১ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা দর্ষণ

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : শ্যামনগরে এবার দুর্গা পূজা উপভোগ করার জন্য দর্শনার্থীদের নজর দক্ষিণ বড় কুপট ‌। দক্ষিণ বড়কোটে তৈরি করা হয়েছে ২১ ফুট উচ্চতা দুর্গা প্রতিমা ‌‌‌‌‌। আর এই প্রতিমা দর্পণের জন্য হাজার হাজার দর্শনার্থী ও সাধারণ মানুষের ভিড় জমতে পারে এমন আশঙ্কায় শ্যামনগর থানার প্রশাসন দক্ষিণ বড় কুপট‍ সার্বজনীন দূর্গা মন্দিরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে ‌। ইতিমধ্য দক্ষিণ বড় কপট ‌ এই ঐতিহাসিক পূজা মন্ডপটি প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করেছেন এবং এখানে পাঁচ ‌স্তরের নিরাপত্তায় চাদরে ‌ঢেকে রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ‌।‌‌‌‌‌‌‌‌শ্যামনগর উপজেলার দক্ষিণ বড়কুপট বৈদ্য বাড়ি নদীরপাড় সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মন্ডপে এবছর উন্মোচিত হচ্ছে এক বিস্ময়কর সৃজনশৈলী ২১ ফুট উচ্চতার বিশ্বরূপ দুর্গা। পরমেশ্বর ভগবান বিষ্ণুর বিশ্বরূপের মাঝে মা দুর্গার আবির্ভাব, যা দর্শকের চোখে শুধু একটি প্রতিমা নয়, বরং সৃষ্টির অনন্ত মহিমার প্রতিচ্ছবি।
এই মন্ডপের ইতিহাসই হলো অভিনবত্বের ইতিহাস। কখনো ৩৫ ফুট কৈলাস পর্বত, কখনো ৪০ ফুট উঁচু যুগল শিব-দুর্গা- প্রতি বছরই নতুন থিমে আলোড়ন তোলে দক্ষিণ বড়কুপট। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদীর পাড়ে, বারো সিঁড়ি পেরিয়ে প্রতিমার সান্নিধ্যে পৌঁছানো মানেই দর্শকের মনে হবে এক আধ্যাত্মিক যাত্রা শুরু হলো।
প্যান্ডেলের অভিনবত্ব: এবারের মন্ডপটি যেন এক জীবন্ত মন্দির। বাঁশ, কাপড়, কাঠ ও পরিবেশবান্ধব উপকরণে তৈরি কাঠামোয় উঠে এসেছে বিশ্বরূপ দর্শন-এর মহিমা। ভিতরে ঢুকলেই দর্শক নিজেকে খুঁজে পাবেন এক ভিন্ন জগতে-আলোর ছটা, ছায়ার খেলা, এবং চারপাশের প্রাচীন শাস্ত্রীয় রূপচিত্র দর্শণার্থীদের যেন নিয়ে যাবে স্বর্গীয় অভিজ্ঞতায়।
প্রতিমার অভিনবত্ব: ২১ ফুট উচ্চতার মূর্তি শুধু আকারে নয়, তার রূপমাধুর্য ও শিল্পীসত্ত্বায় অতুলনীয়। মায়ের চোখের দৃষ্টি, মুখের মায়াবী অভিব্যক্তি আর হাতে বিশ্বরূপের ভঙ্গিমা- সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠেছে ভক্তির পাশাপাশি এক অসাধারণ ভিজ্যুয়াল আর্ট। স্থানীয় শিল্পীরা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে প্রতিমাটিকে সাজিয়েছেন এক আধ্যাত্মিক কাব্যের রূপে।
কেন মানুষের হৃদয়ে জায়গা পাবে:
নদীর পাড়ের মনোরম পরিবেশে দাঁড়িয়ে প্রতিমা যেন প্রকৃতি ও ভক্তির মেলবন্ধন ঘটিয়েছে।
অভিনব থিম বিশ্বরূপে মায়ের আবির্ভাব অন্য কোথাও দেখা যায়নি।
প্যান্ডেলের প্রতিটি কোন দর্শকের চোখ ও মনে এক নতুন বিস্ময় সৃষ্টি করবে।
ভক্তি, শিল্পকলা ও আধ্যাত্মিক অভিজ্ঞতা-তিনটি উপাদান একসাথে মিলেছে এই আয়োজনে।
আমন্ত্রণ: দক্ষিণ বড়কুপট বৈদ্য বাড়ি নদীরপাড় পূজা মন্ডপে মা দুর্গার এই বিশ্বরূপ দর্শন একবার দেখলে হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এই প্রতিমা ও প্যান্ডেল শুধু চোখকে নয়, আত্মাকেও পূর্ণ করবে শান্তি ও আনন্দে। তাই দেশ-বিদেশের সকল ভক্ত ও দর্শণার্থীদের প্রতি আন্তরিক আহ্বান-এসে দেখে যান, মায়ের অপরূপ বিশ্বরূপ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট