দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে পোকা মাকড়ের লার্ভা ভিত্তিক খাদ্য প্রণয়ন বাংলাদেশের নীল অর্থনীতিকে এগিয়ে নিতে টেকসই কাঁকড়া চাষের অগ্রণী ভূমিকা শীর্ষক চুড়ান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, খুলনা কৃষি বিশ^বিদ্যালয় এবং বেসরকারি এনজিও সুশীলন এ কর্মশালার যৌথ আয়োজন করেন।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের মুখ্য গবেষক অধ্যাপক ড. আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মোঃ মেহেদী আলম, খুলনা বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো জাহাঙ্গীর আলম, উপ পরিচালক বিপুল কুমার বসাক, এনজিও সুশীলনের পরিচালক সচ্চিদানন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মনিরুল ইসলামসহ আরো অনেকে। প্রধান অতিথি বলেন পোকা মাকড় লার্ভা ভিত্তিক খাদ্য প্রস্তুতকে যা টেকসই কঁকড়া চাষ শিল্পে একটি যুগন্তকারি উদ্ভাবন হিসাবে তুলে ধরেন। এই স্বল্প ব্যয়বহুল, ঘরোয়া উপায়ে তৈরী খাদ্য উৎপাদনের খরচ কমাতে সহায়তা করছে এবং কাঁকড়ার বৃদ্ধির হার উল্লেখ যোগ্য ভাবে বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা এই প্রযুক্তির মাধ্যমে উপকূলীয় জলজ খামার ব্যবস্থাকে আরো লাভ জনক ও জলবায়ু সহনশীল করার সম্ভাবনার উপর গুরুত্ব দেন।