1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে সবকিছু হারিয়ে বাধ্য হয়ে শহরে আসেন নিম্ন আয়ের মানুষ। কিন্তু সেখানেও মানবেতর জীবনযাপন করছেন তারা। নগরের নানা সংকটের মধ্যে তাপপ্রবাহ তাদের জীবন ও জীবিকাতে ভীষণভাবে প্রভাব ফেলছে।
সাতক্ষীরায় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক), এসডি হাসপাতাল ও বণিক বার্তার যৌথ আয়োজনে নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভার কুখরালী বোসপাড়ায় পরিচালিত এ স্বাস্থ্য ক্যাম্পে নারী-শিশুসহ দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেয়া হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন সাতক্ষীরা এসডি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোসাদ্দেক হোসেন। ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান,, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, এসডি হাসপাতালের মেডিকেল অ্যাসিসট্যান্ট মুজাহিদুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব, সাংগঠনিক সম্পাদক ফরিদ গাজী, সদস্য মাসুদ হাসান প্রমুখ।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে সবকিছু হারিয়ে বাধ্য হয়ে শহরে আসেন নিম্ন আয়ের মানুষ। কিন্তু সেখানেও মানবেতর জীবনযাপন করছেন তারা। নগরের নানা সংকটের মধ্যে তাপপ্রবাহ তাদের জীবন ও জীবিকাতে ভীষণভাবে প্রভাব ফেলছে। এতে চিকিৎসা করাতে গিয়ে তারা দরিদ্র থেকে দারিদ্র্যের প্রান্তসীমায় পৌঁছে যাচ্ছেন। এ স্বাস্থ্যসেবা ক্যাম্প কিছুটা হলেও তাদের উপকারে আসবে।
ক্যাম্পে চিকিৎসাসেবা নি‌তে আসা নারী ফ‌তেমা খাতুন ও সু‌ফিয়া বেগম বলেন, আমাদের পাড়ার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমতো ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলে অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের অনেক উপকারে আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট