ডেস্ক রিপোর্ট : মেহেরপুরের গাংনীর পুরাতন মটমুড়া এলাকার একটি বাঁশবাগান থেকে সদ্য ভুমিষ্ঠ জীবিত অজ্ঞাত নবজাতক উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার পুরাতন মটমুড়ার একটি বাঁশবাগান থেকে এ নবজাতককে উদ্ধার করা হয়। শুকুরকান্দী গ্রামের মোঃ তরিকুল ইসলাম বলেন, গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের পুরাতন মটমুড়া গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক কান্না করছে এমন সংবাদ পাওয়ার পর আমরা তৎক্ষণাৎ বিষয়টি মন্দিরে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মোঃ হোসাইন বিষয়টি জানায় এরপর তিনি সেখান থেকে নবজাতকটি উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যায়। আনসার সদস্য হোসাইন আহমেদ বলেন, বাঁশ বাগানের মধ্যে এক নবজাতক কান্নাকাটি করছে এ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে আমাদের খবর দেয়।আমরা দ্রুত সেখানে গিয়ে শিশু কন্যাটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখান থেকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল আজিজ বলেন, গাংনীর পুরাতন মটমড়ায় একদিন বয়সী এক নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।আমরা নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণের জন্য মেহেরপুর হাসপাতালে পাঠিয়েছি। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এলাকাবাসী একটি নবজাতককে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়েছে।খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সব রকম খোঁজ খবর নেওয়া হচ্ছে।