1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

খুলনায় এক রাতে দুই জন হতাহত

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনার দুইটি থানা এলকায় বুধবার ভোর রাতে এবং মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা একজনকে গুলি করে হত্যা ও আরেকজনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। শহরের দৌলতপুর থানার মহেশ^রপাশা এলাকায় তানভীর হাসান শুভ (২৯) নামে একজনকে গুলি করে খুন করা হয়েছে। রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে ফয়সাল হাওলাদার (২৫) নামে আরেকজনকে ধাঁরালো অস্ত্রাঘাতে মারাত্মক জখম করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে খুন-জখমে জড়িত কেউ আটক কিংবা গ্রেফতার হয়নি।
মহেশ^রপাশা পশ্চিমপাড়া এলাকায় তানভীর হাসান শুভ একতলা ভবনের একটি কক্ষে ঘরের জানালা খুলে রেখে রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাত সাড়ে ৩ টার দিকে তার পরিবারের সদস্যরা গুলির শব্দ বাইরে আসেন। তারা শুভকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। নিহত ব্যক্তি জনৈক আবুল বাশারের ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, ভিকটিম রাজধানী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত এক বছর ধরে তার চাকরি নেই। তিনি খুলনায় কি কাজ করতেন, তাৎক্ষনিকভাবে জানা যায় নি। ঘটনাস্থল থেকে পিস্তলের দুইটি গুলির খোসা ও একটি বুলেট আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
(ওসি) বলেন, লাশের মাথায় এবং বাহুতে গুলির ক্ষত আছে। ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারসহ তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। খুনের ক্লু জেনে মোটিভ উদঘাটনের জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের স্ট্যান্ডার্ড জুট বিলিং এর পাশর্^বর্তী এলাকায় ফয়সাল হাওলাদার নামে এক যুবককে সন্ত্রাসীরা দুই পায়ে কুপিয়ে জখম করেছে। আহতের আর্তচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে। ছবিতে তার ডান পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় দেখা গেছে।
পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, আহত যুবক ওই থানা এলাকার রাজাপুর গ্রামের জনৈক খোকন হাওলাদারের ছেলে। মাদক কারবার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে এ নৃশংস ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট