1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

দাকোপে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি : পাওনা টাকা না দিয়ে উল্টো হয়রানীর অভিযোগ তুলে খুলনার দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সার ব্যবসায়ী পরিতোষ বর্মন। তাকে দেওয়া হচ্ছে হুমকি। কথিত ফেইজবুক সাংবাদিক দিয়ে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে এমন দাবী করেছেন তিনি। উপজেলার রামনগর এলাকার ক্ষুদ্র সার ও বিষ ব্যবসায়ী শনিবার বেলা ১২ টায় দাকোপ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, রামনগর ধোপাদী গেট এলাকায় আমার সার বিষের দোকান আছে। আমার কাছ থেকে সার বিষ বাকি নিয়ে দীর্ঘ বছর টাকা না দিয়ে পক্ষান্তরে আমাকে উল্টো হয়রানী করছে একই এলাকার প্রনব গাইন (স্বেচ্ছাসেবকলীগনেতা), প্রকাশ সরদার, নারায়ন সরকার, রুপক মন্ডল, মিঠুন সরকার, অসীম মন্ডল, তুলি রায়, হরিপদ মন্ডলরা। দীর্ঘ ৪ বছর টাকা আদায়ে ব্যর্থ হয়ে আমি কিছুদিন আগে তাদের বিরুদ্ধে দাকোপ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করি। সেখানে শালিসের মাধ্যমে তারা কিছু টাকা দেয়। বর্তমানে তাদের নিকট আরো ১ লাখ ১৫ হাজার ১৯৭ টাকা আমার পাওনা আছে। আমি তাগাদা দিলে তারা টাকা না দেওয়ার পায়তারায় বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক অভিযোগ করে। যে গুলো তদন্তে মিথ্যে প্রমানিত হয়েছে। আমি তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি যেটার তদন্ত চলমান আছে। অভিযুক্তরা বর্তমানে আমাকে খুন জখম এবং হয়রানীমূলক মামলা দায়েরের হুমকি দিয়ে আসছে। এমনকি তারা উল্টো আমার নিকট চাঁদা দাবী করছে। সর্ব শেষ তারা এলাকার কথিত ফেইজবুক সাংবাদিক অসীম কুমার মন্ডল (স্কুল শিক্ষক), তাপস মহলদারসহ আরো কয়েকজনকে দিয়ে আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট এবং সম্মানহানীকর কথিত সংবাদ সম্মেলন দেখিয়ে ফেইসবুকে প্রচার করে। এ ছাড়া আমাকে নারী ঘটিত অপবাদ দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পবিত্র সরদার, পরিমল মিস্ত্রি, শিউলী বর্মন, সুমি বর্মন, সৌরব বর্মন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট