1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

গোপালগঞ্জে টাইফয়েড টিকা পাবে প্রায় চার লাখ শিশু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদদিকদের সাথে মতবিনিময় করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন। এ মতবিনিময় অনুষ্ঠানে জানানো হয় ৩ লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।
বৃহস্পতিবার(৯ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা.আবু সাঈদ মো.ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নিশাত তাসনিম, মেডিকেল অফিসার ডা.দিবাকর বিশ্বাস, মেডিকেল অফিসার ডা.আফতাব জিলানী,গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এসএম হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক আমিনুল হাসান শাহীন, মনির মোল্যা, কাজী মাহমুদ, শৈলেন্দ্র নাথ মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় ৯ মাস থেকে ১৫ বয়সের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ জন্য আগেই সকল শিশুকে রেজিস্ট্রেশন করতে হবে। এ ক্যাম্পেইনে ৩ লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে অনলাইনে ১ লাখ ২৮ হাজার ৫৫৪ জন রেজিস্ট্রেশন করেছেন। সকল শিশু যাতে এই টিকার আওতায় আসে এবং স্বউদ্যোগে রেজিস্ট্রেশন করে নেয় সেজন্য ব্যাপক প্রচারের দরকার বলে মন্তব্য করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট