ডেস্ক রিপোর্ট : বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ৪০ সদস্য বিশিষ্ট বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও অবহিতকরণসভা করা হয়।
বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির সভাপতি মামুন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন সরদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও জেলা কমিটির উপদেষ্টা ঝিমি মন্ডল, সাংবাদিক এস এস সোহান, আবু তালেব। এ ছাড়াও বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির সহসভাপতি তিলকা সারহানা তমা, ইমরান কবির রোমেল, ঐশী রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল হাওলাদার, শেখ রুবেল আহমেদ, কুমকুম আক্তার মাহি, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার প্রমুখ।
সভায় প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাট এখন মারাত্মক ঝুঁকির মুখে। এখানকার নদ-নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ দিনদিন বাড়ছে, যার প্রভাবে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিশেষ করে রামপাল, মোংলা ও শরণখোলা উপজেলার নারীরা, যারা মৎস্য রেণু আহরণের সঙ্গে জড়িত; তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে কাজ করায় অনেক নারী জরায়ু ক্যানসার ও বন্ধ্যাত্বে আক্রান্ত হচ্ছেন। এই ক্ষতিগ্রস্ত নারীদের বিকল্প জীবিকার পথ তৈরির এখনই সময়। আমি আশা করি, বসুন্ধরা শুভসংঘ এই নারীদের পাশে দাঁড়াবে, তাদের অধিকার নিয়ে কথা বলবে।
বাগেরহাট যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল বলেন, শুভ কাজে সবার পাশে, এই মহৎ লক্ষ্য নিয়েই বসুন্ধরা শুভসংঘ তরুণ সমাজকে একত্র করেছে। আমি বিশ্বাস করি, এই কমিটির তরুণ সদস্যরা বাগেরহাটের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থাকবে, তাদের জীবনে পরিবর্তন আনতে কাজ করবে।
সভায় বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের মূল উদ্দেশ্য হলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করা। বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের এ নবযাত্রা তরুণ সমাজের মাঝে মানবসেবার অনুপ্রেরণা জাগিয়ে তুলবে এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে উপস্থিত সবাই বসুন্ধরা শুভসংঘের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তানজিনা আক্তার অনু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহনুর মীম, মো. শরিফুল ইসলাম রনি, অর্থ সম্পাদক রুমানা আক্তার, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, ইভেন্ট সম্পাদক মারুফ মৃধা, প্রচার সম্পাদক রানা ফকির, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঐশর্য ইসলাম ভাবনা, ক্রীড়া সম্পাদক সুমন শরীফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলিমুন হক মুন্না, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মিলি আক্তার, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক শায়লা আক্তার জুই, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. তরিকুল ইসলাম হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক রাব্বি মোল্লা, কার্যকরী সদস্য আকাশ চৌধুরী, চয়ন দেবনাথ, সৈয়দ এহতাছানুল করিম অনুজ, মো. তানসেন আহমেদ, তায়েব নূর।