1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

মণিরামপুরে পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যশোরের মণিরামপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার খানপুর ইউনিয়নের মাসনা ও কুলটিয়া গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাসনা গ্রামের কৃষক আবদুস সাত্তার (৫০) গতকাল বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মাছ ধরার জন্য স্থানীয় খালে ফাঁদ (ঘুনি) পেতে যান।
পরদিন ভোরে ফাঁদ তুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের মাছচাষি জসিম উদ্দিন তার মাছের ঘেরে চুরি ঠেকাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সাত্তারকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সূত্র জানায়, গতকাল বুধবার উপজেলার কুলটিয়া গ্রামের কৃষক অমল রায় (৫০) গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
ওইদিন রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি ঘুমাতে পড়েন। ভোরে স্ত্রী নিভা রানী রায় জেগে উঠে দেখতে পান, বারান্দার ফ্যানের হুকে গামছা পেঁচিয়ে স্বামী ফাঁস দিয়েছেন। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে নামানো হলেও ততক্ষণে তিনি মারা যান।
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ পৃথক দুটি স্থানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বদরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট