ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে কূটনীতি ও সংলাপই যেকোনও সংঘাত সমাধানের একমাত্র কার্যকর উপায়। গাজা যুদ্ধের এই মর্মান্তিক সংকটের অবসানের লক্ষ্যে গৃহীত গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগে সংশ্লিষ্ট সব পক্ষের প্রচেষ্টাকে বাংলাদেশ প্রশংসা জানায়।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ আশা করে, এই সংলাপের মাধ্যমে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে, মানবিক সহায়তা পুনরায় চালু হবে এবং গাজার জনগণের ভয়াবহ দুর্ভোগের অবসান ঘটবে। বাংলাদেশ আরও প্রত্যাশা করে গাজায় চলমান যুদ্ধের অবসানের মাধ্যমে এই কূটনৈতিক প্রক্রিয়া একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করবে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ গাজায় শান্তি রক্ষা ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত এবং ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দুটি রাষ্ট্র সমাধানের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে বলেও উল্লেখ করা হয়েছে।