1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

জনপ্রশাসনের নতুন সচিব এহছানুল হক

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে, এই পদে দায়িত্বে ছিলেন মো. মোখলেস উর রহমান। তিনিও চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছিলেন। তবে গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। ওই দিনই তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিদায় নেন।
তার বিদায়ের পর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ সচিব ছিলেন না। তখন থেকে রুটিন দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান। তিনি সিপিটি অনুবিভাগে দায়িত্বে ছিলেন।
নতুন সিনিয়র সচিব নিয়োগের মাধ্যমে প্রশাসনের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে পূর্ণ সচিব নিয়োগ সম্পন্ন হলো। দায়িত্ব গ্রহণের পর এহছানুল হক মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী কার্যক্রম এবং প্রশাসনিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট