ডেস্ক রিপোর্ট : বাংলার প্রকৃতিতে শীতের হালকা পরশ ধরা দিতে শুরু করেছে। শিশিরভেজা ঘাস আর কুয়াশাচ্ছন্ন ভোর জানিয়ে দিচ্ছে, শীত আর খুব দূরে নয়। বিশেষ করে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ স্পষ্ট। কখনও কখনও ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো এলাকা।
শহরের ব্যস্ত জীবনে এখনো তেমন একটা ঠাণ্ডা অনুভব না হলেও আবহাওয়া অধিদফতর বলছে, সময় গড়ালেই বদলে যাবে ছবিটা। বর্ষা বিদায়ের প্রহর গুনছে, শীত নিতে পারে তার জায়গা।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অক্টোবরের শুরুতেই বাংলাদেশ আবহাওয়া অধিদফতর প্রকাশ করেছে এই তিন মাসের পূর্বাভাস।
এতে বলা হয়, মৌসুমি বায়ু (বর্ষা) অক্টোবরের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে ধাপে ধাপে বিদায় নিতে পারে। এরপরে ধীরে ধীরে নামবে শীত।
তবে শীত আসার আগেই সারাদেশে কিছুটা বজ্রঝড় ও বৃষ্টিপাত দেখা যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, অক্টোবরজুড়ে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেগুলোর মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।
আর বৃষ্টিপাতের দিক থেকেও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় এর প্রভাব বেশি দেখা যেতে পারে।