ডেস্ক রিপোর্ট : ২০২৫ সালে হজে যেতে নির্ধারিত সময়ে নিবন্ধিত হয়েছে ৪৩ হাজার ৩৭৪ জন। রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন শেষ হয়।
তবে এখনও কোটার তিনভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি।
নিবন্ধনের সময় বাড়বে কি না, সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়।
এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।
হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৪৩ হাজার ৩৭৪ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৬৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৯ হাজার ৭৭১ জন।
চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সেই অনুযায়ী এখন পর্যন্ত তিন ভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।