1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

শফিক শিমুল (টুঙ্গিপাড়া) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শতভাগ সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ বজ্র কন্ঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, গোপালগঞ্জের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল।
সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
এসময় বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনকে নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন সময়মতো সম্পন্ন করা রাষ্ট্রের দায়িত্বের পাশাপাশি জনসচেতনতার বিষয়ও বটে। এজন্য ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, তথ্য হালনাগাদ, বিদ্যালয়ভিত্তিক প্রচারণা এবং স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় নিবন্ধন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীসহ কমিটির সদস্যরা এবং টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার শতভাগে উন্নীত করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার, তথ্য ভাণ্ডার হালনাগাদ, এবং প্রযুক্তিনির্ভর তথ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন
জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু প্রশাসনিক কাজ নয়, এটি একজন নাগরিকের পরিচয়ের স্বীকৃতি। তাই সকলের সহযোগিতায় টুঙ্গিপাড়াকে শতভাগ নিবন্ধিত উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধান অতিথি উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল
তাঁর বক্তব্যে বলেন

সরকার নাগরিক সেবা ডিজিটালাইজেশনের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এজন্য সকল পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট