তালা প্রতিনিধি : তালা উপজেলার চোমরখালি ভায়া খলিষখালী সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের বিটুমিন উঠে গিয়ে তৈরি হয়েছে গর্ত আর ধুলাবালির রাজত্ব। খানাখন্দে ভরা উক্ত সড়কটিতে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়ছে শত শত মানুষ। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা।
এ সড়ক দিয়ে প্রতিদিন তালা উপজেলার রাজেন্দ্রপুর, লালচন্দ্রপুর, পাটকেলঘাটা, জুজখোলা, চোমরখালি, আমতলাডাঙ্গা, শিয়ালডাঙ্গা, কাশিয়াডাঙ্গা, খলিষখালীসহ শতাধিক গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও প্রতিদিন এই সড়ক ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে সীমাহীন কষ্টে। দীর্ঘদিন সংস্কারহীন থাকায় রাস্তাটি এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে দাড়িয়েছে।
পথচারী শাহীন আলম জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে যাতায়াতের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকে।
আমতলাডাঙ্গা গ্রামের মুজিবর রহমান ক্ষোভ প্রাশ করে বলেন, এত খারাপ রাস্তা অত্র জেলার মধ্যে কোথাও দেখা যায় না।
ইউপি সদস্য মোহাম্মদ রোস্তম মোড়ল বলেন, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন।
সরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশল রথীন্দ্র নাথ হালদার বলেন, রাস্তার বিষয়টি তিনি অবহিত আছেন। সরকারি বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।
তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার বলেন, “বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের আওতায় রয়েছে। আমরা পুনরায় তাদের বিষয়টি অবহিত করবো।”