যশোর অফিস : যশোরের মনিরামপুর ও বাঘারপাড়ায় পৃথক ঘটনায় তিনজন আহত হয়েছেন। মনিরামপুরে অটো রাইস মিলে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন এবং বাঘারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন আহত হয়েছেন।
মনিরামপুরে,শুক্রবার রাত ১টার দিকে উপজেলার বিজয়রামপুরে আব্দুস সালাম অটো রাইস মিলে কাজ করার সময় মেশিনে আগুনে হিট দেওয়ার সময় দুর্ঘটনাবশত আগুনের বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক মেহেদী হাসান (২৮) ও মনিরুল ইসলাম (৩০) দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
অন্যদিকে একই দিনে সকাল ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন জসিম (৫০) নামে এক ব্যক্তি। এক্কোবার মোল্লা, মোজাফফর, সাহারুল ও সাইফুল ইসলাম হামলা চালায় বলে আহত জসিম জানান।
পরে স্থানীয়রা আহত জসিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।