যশোর অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয় মোড়ে দুটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের শেখ আবুল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগ, ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মাসুদ রানার পাশাপাশি দুটি মুদি দোকান পরিচালনা করেন।যেখানে বিকাশ লেনদেন,ফ্লেক্সিলোড, সিগারেটসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হয়।
বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি ফেরেন। আজ শুক্রবার সকালে দোকানে এসে দেখেন, সাটারের তালা ভাঙা। এরপর ভিতরে ঢুকে দেখতে পান দোকানে রাখা বাংলালিংক, এয়ারটেল, গ্রামীণফোন ও রবি সিমের মিনিট কার্ডসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। পাশাপাশি মো. মাসুদ রানার দোকান থেকেও প্রায় ২০ হাজার টাকার বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা।
ঘটনার পর বিষয়টি ঝিকরগাছা থানা পুলিশকে জানানো হয়েছে।