যশোর অফিস : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলট গ্রামে একটি পরিত্যক্ত কলাবাগানে ককটেল সদৃশ্য বস্তু পাওয়া গেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে শাহ আলমের বাড়ির পিছনের কলা বাগানের গাছের ঝোপের মধ্যে একটি বালতিতে মোড়ানো তিনটি ককটেল সদৃশ্য বস্তু দেখতে পান।
পরে শার্শা থানার পুলিশ সংবাদ পেয়ে এসআই ইবারত হোসেনের নেতৃত্বে ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তিনটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ধারণা করছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে এটি স্থাপন করতে পারে।
এ বিষয়ে যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম সাংবাদিকদের বলেন, পুলিশ খোঁজখবর নিচ্ছে অপরাধী কারা।