ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রেশমিনা বেগম (৩৫) নামে এক বিধমা নারী মারা গেছেন। উপজেলার কাঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেশমিনা বেগম সদর ইউনিয়নের কাঠালতলা এলাকার মৃত আব্দুল হামিদ শেখের মেয়ে এবং মৃত নজরুল আকনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুর দেড়টার দিতে রেশমিনা বেগম বাড়ির পিছনের পুকুরে গোসল করতে যান। এসময় তিনি পানিতে ডুবে যান। পরিবারের লোকজন টের পেয়ে তাকে পুকুর থেকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃতের পরিবার জানান, রেশমিনা বেগম দীর্ঘদিন ধরে মৃগিরোগে আক্রান্ত ছিলেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।