
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সজীব হোসেন (৩০) নামে এক যুবক। রবিবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সজীব হোসেন কৃষ্ণনগর পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আজগার আলীর ছেলে। প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপনকালে দুষ্কৃতিকারীদের হাতে তার বাবা নিহত হন। সেই ঘটনার পর থেকেই সজীব মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন এবং একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। সম্প্রতি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রবিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর ফ্যানের সঙ্গে লাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় সজীবকে দেখতে পান। তার ভাই প্রথমে বিষয়টি লক্ষ্য করে চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এসে রশি কেটে নিচে নামায়। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই তাপস কুমার ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
বর্তমানে মরদেহটি পরিবারের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানায়।
Like this:
Like Loading...
Related