
যশোর অফিস : মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী গণশুনানি। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ.এফ.এম. এহতেশামুল হক। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান।
গণশুনানিতে যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। বক্তারা মাদককে সমাজ ও রাষ্ট্র ধ্বংসের অন্যতম অস্ত্র হিসেবে অভিহিত করে রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে মাদকবিরোধী আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। সীমান্তবর্তী জেলা হিসেবে যশোরকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
অনুষ্ঠানে সাংবাদিক নূর ইসলাম, তৌহিদ জামান, ছাত্রনেতা রাশেদ খান, জামায়াত নেতা নূর ই আল মামুন ও বেলায়েত হোসেনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।