1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার চৌগাছায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর আয়োজনে এবং সমন্বিত কমিউনিটি স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় অর্গানাইজেশন ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট ও জার্মানির বণ শহরের ইউনিভার্সিটি আই ক্লিনিকের বাস্তবায়নে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় ২ হাজার রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। গত শুক্রবার সকালে থেকে নড়াইল সদর উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা জটিল ও কঠিন রোগীদের ভিড় জমতে থাকে। দিনব্যাপী চলা বিনামূল্যের ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের সেবা দেন। ক্যাম্পে ট্রমা, অর্থোপেডিক্স, গাইনি রোগ, মেডিসিন কনসালটেন্ট, গ্যাস্ট্রোলোজি, নিউরো মেডিসিন, ডেন্টাল, শিশু রোগ, বক্ষব্যাধি চিকিৎসা ছাড়াও উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা বিশেষজ্ঞ চিকিৎসক চোখের চিকিৎসা দেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাক্ষাৎ ছাড়াও বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়সহ রক্তের গ্রুপ নির্নয় করা হয়। এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ ক্যাম্পের আয়োজক ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. দীপ বিশ্বাস সুদীপ বলেন, জেলার হতদরিদ্রদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আগত রোগিদের চিকিৎসা সেবা দিয়েছেন। তিনটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফ্রি মেডিকেল ক্যাম্পে ওষুধ সরবরাহ করেছেন। আগামীতে হতদরিদ্র ও গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনামূল্যে এ ধরনের মেডিকেল ক্যাম্প করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি ভবিষ্যতে এ কার্যক্রম চলমান রাখতে সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট