1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ফকিরহাটে বিএসটিআই’র অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ফিলিং স্টেশনকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুটি ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিট থেকে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ফিলিং স্টেশনগুলোয় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে ফলতিতার মেসার্স রিফুয়েলিং অ্যান্ড এলপিজি অটোগ্যাস স্টেশনকে বৈধ ক্যালিব্রেশন সনদ ছাড়া ট্যাংকলরি ব্যবহারের দায়ে ৫ হাজার টাকা এবং ফকিরহাটের মেসার্স শিউলি ফিলিং এলপিজি অটোগ্যাস স্টেশনকে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার পেট্রোল কম দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পিলজংগের মেসার্স কামাল ফিলিং স্টেশনকে বৈধ ক্যালিব্রেশন সনদ ছাড়া তিনটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খাজুরার রূপসা ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস পয়েন্টকে অকটেন ও পেট্রোলে পরিমাণ কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা এবং নওয়াপাড়ার তৃপ্তি ফিলিং স্টেশনকে অকটেন ও ডিজেলে কম দেওয়ার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানের ডিসপেন্সিং ইউনিট থেকে সাময়িকভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, “ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও জ্বালানি বাজারে স্বচ্ছতা নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট