
মুকসুদপুর প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণের খোলা মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ আশিক কবির, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুকদেব পোদ্দার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. নইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আরেফিন মুক্তা, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।