1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

লোকালয়ে আসা হরিণকে সুন্দরবনে অবমুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : বাঘের তাড়া খেয়ে সুন্দরবনে হরিণ লোকালয়ে চলে আসার কয়েক ঘণ্টা পর আবারো বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ।
এর আগে সুন্দরবন থেকে হরিণটি নদী সাতরে লোকালয়ে চলে এসেছিল।

স্থানীয় মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিম জানান , সকালে তারা দেখতে পান হঠাৎ একটি হরিণ বনের মধ্যে থেকে নদীতে লাফ দিয়ে লোকালয়ের দিকে আসছে। এসময় সেখানে বনের মধ্যে বাঘের গর্জন লোকালয়ের লোকজন শুনতে পান। তিনি জানান বাঘের তাড়া খেয়ে হরিণটি জীবন বাঁচাতে নালীতে ঝাঁপিয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ভোরে দৃষ্টিনন্দনে একটি হরিণ ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তীতে বন বিভাগ হরিণটি উদ্ধার করে সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করে।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, স্থানীয় সিপিজি সদস্যদের মাধ্যমে জানতে পেরে হরিণটি বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে এসেছে। এবং সেখানে ঘোরাঘুরি করছে। পরে হরিণটি জীবিত উদ্ধার করে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট