1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

কালিয়ায় জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোট সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : আসন্ন ত্রয়োদশ  জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে নড়াইলের কালিয়া উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘ভোটের গাড়ি’ নামের এই কর্মসূচির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার অফিসার ইনচার্জ শুকুর আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচিতে গণভোটের গুরুত্ব, সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নাগরিকদের ভূমিকা এবং সচেতন ভোটার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। এ সময় ভোটের গাড়ি থেকে প্রচারপত্র বিতরণ ও জনসাধারণকে উদ্বুদ্ধ করার নানা বার্তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সাধারণ জনগণ বলেন, এ ধরনের উদ্যোগ ভোটের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি গণতান্ত্রিক চর্চা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সচেতন নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট