
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা মঙ্গলবার বেলা ১১টায় ইউএনও সুচি রানী সাহার সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এ্যসিল্যান্ড তৌহিদ রেজা, স্বাস্থ্য কর্মকর্তা ডা জেসমিন আরা, ওসি মোস্তফা কামাল, উপজেলা বিএনপি আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আরিফ হোসেন, মৎস্য অফিসার মোঃ আলমগীর হোসেন, যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল হক হাওলাদার, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, আইসিটি অফিসার অজয় কুমার পাল, খান জাহান আলী থানা ওসি মোঃ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক গৌতম কুন্ডু, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, একাডেমিক সুপারভাইজার ফারজানা আক্তার, প্রভাষক মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। সভায় নির্বাচনী আচরণবিধি পালন, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং ও অনলাইন জুয়াড় বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মটর সাইকেল চেকিং এর বিষয়টি গুরুত্ব দেয়া হয়।