ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা শৈলমারি সুইসগেট এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান তিনি বলেন জলবায়ুর পরিবর্তন পরিবেশের বিরুপ প্রভাব। প্রবাহমান নদীর পানির সুষ্ঠু বন্টন,
মানবসৃষ্ট নদী খাল দখল নানা কারনে এ জলাবদ্ধাতার সৃষ্টি। বিল ডাকাতিয়া
প্রতিযোগিতার ডুমুরিয়াসহ উপজেলার বিভিন্ন পোল্ডারে বিল গুলো তলিয়ে স্থায়ী জলবদ্ধতা রুপ নিয়েছে। এর থেকে সকলকে মিলে মিশে কাজ করলে সমাধান মিলবে। সরকারের আন্তরিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন সম্ভব।
এসময় বিশেষ অতিথি বক্তব্য দেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, বি এ ডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক,
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসান ইবনে আমিন,
বক্তব্য দেন ডুমুরিয়া থানার ওসি তদন্ত আছেক আলি, সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম,জি এম আব্দুস সালাম, সুব্রত কুমার ফৌজদার, এম এ এরশাদ,সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু, চেয়ারম্যান সমারেশ মন্ডল,শিক্ষক নিত্যনন্দন মন্ডল, সাবেক চেয়ারম্যান মোল্লা কবিরুল ইসলাম,ইউপি সদস্য লুৎফর রহমান, ফুলতলার ফিরোজ হোসেন, অধ্যাপক জি এম আমানুল্লাহ,সুজিত মল্লিক, রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তরুণ কুমার সরকার, মোস্তাক আহমেদ, শেখ ফজলুল রহমান, আব্দুর রব আকুন্জি,
এ্যাড,আলমগীর কবির, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।।
খুলনা জেলা প্রশাসক বিল ডাকাতিয়া এলাকার শোলমারী সুইচগেট পরিদর্শন করেন, যেখানে পলি জমে স্লুইস গেটটি বন্ধ হয়ে যাওয়ায় ডাকাতিয়া বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষের দুর্ভোগ বাড়ছে। এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল জলাবদ্ধতা নিরসন করা,নদ নদীর আড়াআড়ি বাধ কেটে পানি সরবরাহ করা,উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ডাকাতিয়া বিলের শোলমারী স্লুইস গেটে পলি জমে স্লুইস গেটটি বন্ধ হয়ে আছে, যার ফলে ডাকাতিয়া বিলের পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে।
সুইহগেট বন্ধ থাকায় বিলের পানি আটকে থাকছে, যা এলাকার মানুষের জন্য জলাবদ্ধতা সৃষ্টি করছে এবং তাদের দুর্ভোগ বাড়াচ্ছে।
পরিদর্শনের উদ্দেশ্য জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা, এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করা মতবিনিময় সভার পূর্বে সুইজ গেট পরিদর্শন করেন, দূরুত্ব জলাবদ্ধতা নিরসনে আশ্বাস প্রদান করেন।
বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার কারণ, পানি নিষ্কাশনের মাধ্যম ও বর্তমান অবস্থা
খুলনা জেলার ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা হামকুড়া নদী সিস্টেম, যা বর্তমানে পলি দ্বারা সম্পূর্ণ ভরাট অবস্থায় রয়েছে। ডাকাতিয়ার পানি নিষ্কাসিত হতে পারছে না। ফলে বিল
শোলমারী নদী সিস্টেম। আপার শোলমারী নদী সচল থাকলেও লোয়ার শোলমারি নদী পলি দ্বারা সম্পূর্ণরূপে ভরাট অবস্থায় রয়েছে।
লোয়ার সালতা নদী মৃতপ্রায়। যা দিয়ে পানি নিষ্কাশন ব্যহত হচ্ছে।
নদীর তলদেশ রেগুলেটরের সীল লেভেল থেকে গড়ে ২.০-২.৫ মি. উচু হওয়ায় রেগুলেটরসমূহের ক্যাচমেন্ট এলাকা তথা পোল্ডার এর অন্তর্ভুক্ত বাংলাদেশের অন্যতম বড় বিল ডাকাতিয়াসহ ছোট বড় ২৪ টি বিল ও তৎসংলগ্ন এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে।
সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী।