1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

তালায় শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় “শিক্ষার গুণগত মান উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) কুমিরা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার ১৩টি কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফর আরা জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী রেহেনা খানম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষানুরাগী মৃণাল কান্তি রায়, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম ও অধ্যাপক মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার পরিবারে অধিকাংশই শিক্ষক পেশায় নিয়োজিত। তাই নিজেকে আমি শিক্ষক পরিবারের সন্তান হিসেবে গর্ব করি। শিক্ষকরা মোমবাতির মতো, যারা নিজে জ্বলে আলোকিত করেন ঘর থেকে ঘরে। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর, তারাই আমাদের গুরুজন। তাদের হাত ধরেই আমরা সুশিক্ষিত হয়েছি। তাই জীবনের সবক্ষেত্রে আমরা শিক্ষকদের সম্মান জানাবো এবং বিপদে-আপদে তাদের পাশে থাকবো।” অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক সুদৃঢ়করণ এবং আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট