সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নবগত উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলাম স্যারের কাছে আমাদের শ্যামনগর উপজেলা বাসির দাবিও প্রত্যাশা। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ। শ্যামনগরের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে মানবিকভাবে কাজ করা। জনস্বার্থে উন্নয়ন ঘটানো, সামাজিক কাজকর্মে রনি খাতুন এর মত দৃষ্টান্ত রাখা। সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা বাংলাদেশের মানচিত্র দক্ষিণ পশ্চিম কর্নানে অবস্থিত। এই উপজেলা বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা ।এই উপজেলার মানুষের জীবন চলে সুন্দরবনের উপর নির্ভরশীল এর মাধ্যমে অথবা কাঁকড়া চাষ, বাগদা চিংড়ি চাষ, সবজি চাষ, বিশেষ করে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন ও ঈশ্বরের পুর ইউনিয়নের তরমুজ চাষে সুনাম রয়েছে। এগুলোকে আরো উৎসাহিত করতে নবগত উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলামকে স্যার কে ভুক্তভোগীদের উৎসাহিত করতে হবে। এলাকার মানুষ হতদরিদ্র তাদের সাথে তাদেরকে আকড়ে রেখে ভালো আচরণ করতে হবে। শ্যামনগর উপজেলা বাংলাদেশের একটি দুর্যোগ কবলিত উপজেলা এই উপজেলায় যিনি উপজেলা নির্বাহী অফিসার থাকেন তাকে সব সময় দুর্যোগ সমস্যা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। সেটি মোকাবেলার জন্য নতুন উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলামকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে অবৈধভাবে বালি উত্তোলন অবৈধ ডাম্পার চলাচল অবৈধ ইটভাটা বন্ধের জন্য। তাহলে বিদায় উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের সংকট পূরণ হবে। আমরা আশা রাখি নতুন উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলাম স্যার এই সমস্ত সমস্যাগুলো গুরুত্ব সহকারে দেখবেন এবং দ্রুত গতিতে সমাধানের চেষ্টা করবেন ওনার কাছ শ্যামনগর বাসির এই চাওয়া ও প্রত্যাশা।