1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

গোসল করতে নেমে পুকুরেই শেষ হলো দাদা-নাতির জীবন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শাহাজান মোল্লা (৯৫) ও তার নাতি নূরুল কাদের (৮)। নিহত নূরুল কাদের ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরুল কাদেরের বাবা নূরুজ্জামান মোল্লা পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি ছেলে নূরুল কাদেরকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।

দুপুরে দাদা ও নাতি বাড়ির পাশের একটি বড় পুকুরে গোসল করতে নামেন। এসময় নূরুল কাদের পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় এবং হাবুডুবু খেতে থাকে। নাতিকে উদ্ধারের জন্য বৃদ্ধ শাহাজান মোল্লা ঝাঁপ দিলেও বয়সের কারণে তিনি আর তাকে উদ্ধার করতে পারেননি। বরং তিনিও পানির গভীরে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নূরুল কাদেরের মাকে এখনো সরাসরি মৃত্যুর খবর জানানো হয়নি; অন্যভাবে জরুরি খবর দেওয়া হয়েছে। অন্যদিকে শাহাজান মোল্লার ছোট ছেলে বর্তমানে দুবাই প্রবাসী। তাকে খবর দেওয়া হয়েছে, তিনি দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল (শুক্রবার) সকাল ১১ বা ১২টার দিকে নিজ বাড়িতে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দাদা-নাতির এই করুণ মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে গভীর শোক। বাড়িজুড়ে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট