যশোর অফিস : যশোর কেন্দ্রীয় কারাগারে মেজবাহ উদ্দিন (৫৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল ৫টার দিকে তিনি মারা যান।
নিহত মেজবাহ উদ্দিন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শাবলা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তার কয়েদি নম্বর ৮০৭৫/ এ।
যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. সুবাহান আলী বলেন, ২০২৪ সালে ১২ডিসেম্বর কয়েদি মেজবাহ উদ্দিন যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। তিনি একটি চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজার আসামি ছিলেন। তার হার্ট এবং কিডনির সমস্যা ছিলো। তাকে জেল কোড অনুযায়ী বিভিন্ন সময় চিকিৎসক দেখানো হয়েছে। আজ বিকেলে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হতে পারে।