চুলকাটি প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার রাখালগাছিতে পল্লী উন্নয়ন স্কুল সংলগ্ন কে.পি.আর মাঠে ৫২ তম আন্ত: গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাপ্রাসা ও কারিগরি মাধ্যমিক পর্যায়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৯ জন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রাখালগাছি কে.পি.আর মাঠে ফুটবল খেলা ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ৫২তম আন্ত: স্কুল, মাদ্রাসা কারিগরি মাধ্যমিক পর্যায়ে ২ দিন ব্যাপী প্রতিযোগিতা ফুটবল খেলার ২য় দিনের খেলা চলাকালীন দুপক্ষের লোকজন মধ্যে সংঘর্ষ শুরু হয় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে প্রতিপক্ষের মারধরে অন্তত ৯ জন গুরুতর আহত হন। এ সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ স্থানীয় জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের উদ্বার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ রিপোর্ট করা পর্যন্ত সংঘর্ষের বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।