ডেস্ক রিপোর্ট : খুলনার শিপইয়ার্ড ১নং পন্টুনের সাথে ভেসে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে ওই যুবকের মরদেহ দেখে নৌ-পুলিশকে জানানো হলে তারা লাশটি উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, দুপুর পৌনে ১২টার দিকে শিপইয়ার্ড ১নং পন্টুনের সাথে বেধে থাকা অজ্ঞাত পরিচয়ে যুবকের মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা দুপুর ১টা ৫ মিনিটে গিয়ে তা উদ্ধার করি। তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। শরীরের কিছু অংশে পচন ধরেছে। তাছাড়া যুবকের পরনে একটি সাদা পায়জামা এবং উপরের অংশে কোন কিছু ছিলনা।