পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সমিতির ঋনের প্রলোভন দেখিয়ে কৌশলে গৃহবধূ’কে যৌন হয়রানী করায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগে জানাযায়, উপজেলার লতা ইউনিয়নের পানা গ্রামে পানা-তেঁতুলতলা শ্রমজীবী সমিতি রয়েছে। যার স্বত্বাধিকারী পানা গ্রামের শিবপদ হালদারের ছেলে দিজেন্দ্র নাথ হালদার। গত ১৮ সেপ্টেম্বর বিকালে সমিতির ৪৩ নং সদস্য তেঁতুলতলার বাসিন্দা মঙ্গল বিশ্বাসের স্ত্রী ফাল্গুনী সংসারের প্রয়োজনে লোনের টাকার জন্য সমিতির কার্যালয়ে উপস্থিত হয়। এ সময় সমিতির স্বত্ত্বাধিকারী দ্বিজেন্দ্র নাথ শর্তদেন চেক ও স্ট্যাম্প না হলে ঋন মিলবে না। এ সময় তিনি চেক ষ্ট্যাম্প দিয়ে টাকা নিতে অস্বীকার করে এবং তার জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরৎ চান। এক পর্যায়ে দ্বীজেন হালদার কৌশলে বলেন আমার কথা শুনলে আর চেক-স্ট্যাম্প দরকার হবে না। এমন কি কথা শুনতে চাইলে তিনি কুপ্রস্তাব জুড়ে দেয়। এ সময় আমি তার প্রস্তাব মানতে রাজি না হলে সে জড়িয়ে ধরে যৌন হয়রানীর চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে সে চিৎকার দিয়ে বের হয়ে এসে পরিবারকে ঘটনা খুলে বলে। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ করেন। সরেজমিন ঘুরে জানা যায় দিজেন্দ্র হালদার একজন প্রকৃত সুদখোর সে এলকায় অসহায় মানুষের বিপদের সুযোগকে কাজে লাগিয়ে দৈনিক ১ হাজার টাকায় দশটাকা করে সুদ নিয়ে এভাবে সাধারন মানুষদের নিঃস্ব করছে। এবং অনৈতিক কার্যক্রম করে। এবিষয়ে অভিযুক্ত দিজেন্দ্র হালদার বলেন এটা সম্পূর্ণ মিথ্যা আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।