1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় কুখ্যাত নারী ও মাদক ব্যবসায়ী ইমরান গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদরের মুনজিতপুর ঈদগাহ মাঠ এলাকার কুখ্যাত নারী ও মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. ইমরান হোসেন (৩৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর (শনিবার) ভোররাতে রাজধানীর কাফরুল থানার একদল চৌকস পুলিশ সদস্য সাতক্ষীরার শহরে অভিযান চালিয়ে সংগীতার মোড় এলাকা থেকে তাকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ইমরান দীর্ঘ ১২ বছর ধরে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে নারীদের ছবি বিকৃত করে আপত্তিকর ছবি তৈরি করত। এরপর সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত বলে অভিযোগ রয়েছে। সামাজিক সম্মানের কথা ভেবে ভুক্তভোগীরা দীর্ঘদিন আইনি ব্যবস্থা নিতে সাহস পাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান স্কুল জীবন থেকেই বেপরোয়া আচরণের কারণে পরিচিত ছিলেন। কিশোর বয়স থেকেই তিনি নারীদের উত্যক্ত করা, প্রেমের প্রস্তাব দেওয়া, প্রস্তাব প্রত্যাখ্যান করলে ব্ল্যাকমেইল করা এবং মাদক সেবনে আসক্ত হয়ে ওঠেন। পরবর্তীতে কলেজ জীবনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে একটি চক্র গড়ে তোলেন।
ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, বিএনপি অফিসে আগুন
বিস্তারিত পড়ুন
২০১২ সালে মাদকসহ গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা হয়। তার স্ত্রী মাগরুরা আক্তার আখীও স্বামীর মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। খুলনা সাইবার ট্রাইব্যুনালে তাঘদের বিরুদ্ধে একটি মামলা চলমান আছে।
এছাড়া ইমরান নিয়মিত স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। দুবাই থেকে দেশে ফিরে ভারত সীমান্ত স্বর্ণ পাচারের কাজে সে সক্রিয় ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি বহুল আলোচিত জুলাই হত্যাকাণ্ডে অর্থদাতা হিসেবেও তার নাম উঠে এসেছে এবং এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে বিচারাধীন।
পুলিশ জানিয়েছে, ইমরানের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর নামও চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট