তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজলোর খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে প্রাণহানী না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকার। এ ঘটানায় আয়েশা বেগম বাদি হয়ে তালা থানায় একটি এজাহার দায়ের করেছে।
এজাহার সূত্রে জানা যায়, তালা উপজেলার বালিয়া গ্রামের আয়েশা বিবি(৬৪) সাথে পাশ্র্¦বর্তী কাছের আলী মোড়ল গংদের দীর্ঘদিন যাবৎ জামি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে উক্ত জমির কাগজপত্র পুড়িয়ে দেয়ার উদ্দেশ্যে কাছের আলী মোড়ল গং সংঘবদ্ধভাবে আয়েশা বিবির বসতবাড়ীতে আগুন দিতে আসে। কিন্তু মানুষের অনাগোনা টের পেয়ে বসত ঘরে আগুন না দিয়ে তারা আয়শা বিবির গোয়ালঘরে আগুন দিয়ে যায়।
এ ব্যাপারে আয়েশা বিবি জানান, কাছের, সাত্তার, মান্নান ও শাহিনরা আমার গোয়াল ঘরে আগুন দিয়ে আমার শেষ সম্বল ১টি গরু পুড়িয়ে দিতে চেয়েছিলো কিন্তু আমরা টের পাওয়ায় আল্লাহর রহমতে গরুটার গায়ের কিছু লোম পুড়ে গেছে, তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে গোয়ালঘরটা পুড়ে ছায় হয়ে গেছে।
তালা থানার ওসি মোঃ মাইনউদ্দিন গোয়ালঘরে আগুনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটানায় সংশ্লিষ্ট ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের কাছ থেকে একটি এজাহার পাওয়া গেছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।