তালা প্রতিনিধি : তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মো. আলম আলী বিশ্বাস (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে তালার পাটকেলঘাটা এলাকার মো. মশিয়ার আলী বিশ্বাসের ছেলে। তালা থানার ওসি মো. মাইনউদ্দীন বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষযটি নিশ্চিত করেছেন।
মন্দির কমিটির পক্ষ থেকে বলাই দাস জানান, সোমবার রাত ২টা পর্যন্ত মন্দিরে পাহারা দেওয়া হয়; কিন্তু টানা বৃষ্টির কারণে পরে তারা ঘুমিয়ে পড়েন। এ মন্দিরে আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। তবে আটককৃত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে এলাকার লোকজন জানিয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আমি ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের জন্য সব ধরনের সহায়তা দেওয়া হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্দির কমিটির পক্ষ থেকে মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।