1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ চারজন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে বৃষ্টি নামলে ইলিয়াস মিয়ার স্ত্রী কুলসুম বেগম রান্নাঘরের চুলা ঢাকতে ঘর থেকে বের হন। এ সময় তিনি রান্নাঘরে ৩-৪ জন অপরিচিত লোককে দেখতে পান এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। তখন ডাকাত দল কুলসুম বেগমকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার ডাক শুনে ঘর থেকে বের হন স্বামী ইলিয়াস মিয়া ও ছেলে নাঈম মিয়া (১৮), প্রতিবেশী ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেন (২৮)। ডাকাতরা তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরবর্তীতে মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিলে স্থানীয় লোকজন চারপাশ থেকে জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে নবী নামে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আড়াইহাজার উপজেলার পশ্চিম আগুআন্দি গ্রামের লুক্কুর ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত কুলসুম বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নবীর মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার গভীর রাতে দড়ি বিশনন্দী গ্রামে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ডাকাত দলের সদস্যরা বাড়িতে প্রবেশ করে হামলা চালালে স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে লোকজন ডাকেন এবং ধাওয়া দিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট