1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

সাতক্ষীরায় ভারতীয় মদসহ ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরায় ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। বুধবার (১ অক্টোবর) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানে শিশুতলা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে । এছাড়া চান্দুরিয়া বিওপির অভিযানে গোয়ালপাড়া মাঠ হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক, তলুইগাছা বিওপির অভিযানে চারাবাড়ি হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মাদরা বিওপি ৫২ লাখ ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির অভিযানে ভাদিয়ালী ও মজুমদার হতে ২ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।
এছাড়াও, বৈকারী বিওপির অভিযানে নতুনপাড়া হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর অভিযানে ভাদিয়ালী মাঠ হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটক মালামালের সর্বমোট মূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা রাখা হয়েছে। এদিকে পূথক  এক অভিযানে‌সাতক্ষীরা, ১ অক্টোবর ২০২৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মদ, শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন হিজলদী,  বৈকারী, তলুইগাছা, চান্দুড়িয়া, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ বুধবার দিনভর অবৈধভাবে আসা এসব  চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির একটি আভিযানিক দল কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান  থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এছাড়া চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালপাড়া মাঠ নামক স্থান ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন চারাবাড়ি নামক স্থান  থেকে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল আনারস বাগান নামক স্থান থেকে ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী ও মজুমদার নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুন পাড়া নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও বোরকা এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল ভাদিয়ালী মাঠ নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। তবে চোরাকারবারীরা এসময় পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হয়নি।
তিনি জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট