
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। আলীপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাদল খলিফার সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন,দেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক মো. মাহবুব আলম ফরাজি,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. খোরশেদ আলম,সহ-সভাপতিদ্বয় এডভোকেট মো.ওহাব চৌধুরী, মোফাজ্জেল হোসেন প্যাদা,সাধারন সম্পাদক শাহ আলম শানু,যুগ্ন সাধারন সম্পাদক মো.ফখরুজ্জামান বাদল প্রমুখ। জনসভায় বক্তারা বলেন,পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে হাসান মামুন ব্যতিত অন্য কোন প্রার্থী বা জোটকে মানবে না। উপজেলার বিএনপির নেতা-কর্মীরা আগের চেয়ে অনেক বেশী ঐক্যবদ্ধ। তাদের একটাই দাবী ধানের শীষে হাসান মামুনকে প্রার্থী ঘোষনা করা হোক,নইলে অন্য কোন বিকল্প প্রার্থী কিংবা আপোস মেনে নেয়া হবে না। দশমিনা উপজেলায় অন্য কোন জোট বা ভাড়াটে রাজনৈতিক ব্যক্তি এই এলাকার জনগন মানবে না। জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির সকল স্তরের নেতা-কর্মী অংশ গ্রহন করে।