
যশোর প্রতিনিধি : ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্তে রঘুনাথপুর বিওপি ও ভারতের পেট্রাপোল ক্যাম্পের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেন রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পেট্রাপোল ক্যাম্পের এএসআই প্রবীণচান্দ। বৈঠক শেষে বিএসএফ ১৫ জন নারী–পুরুষ ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করে।
হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন—
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের আব্দুল হান্নান (৬০), তাঁর ছেলে মো. হোসেন আলী (২৫), স্ত্রী আকলিমা খাতুন (৫২), মৃত জালালুদ্দিনের মেয়ে শাহানারা খাতুন (১৫), সিরাজুল ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান (৩১), তাঁর স্ত্রী রেশমা খাতুন (২৬), তাঁদের শিশু কন্যা আজমিরা (৫), সাতক্ষীরা কলারোয়া উপজেলার দেয়ারা গ্রামের বাবলুর রহমান (৪২), তাঁর স্ত্রী তাহামিনা বেগম (৩৭), শিশু কন্যা জান্নাতুল বুশরা (৪), শামসুল সরদারের ছেলে তাইজুল ইসলাম (৪৩), তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৪১), কলারোয়ার মির্জাপুর গ্রামের মৃত ইব্রাহিম সরদারের মেয়ে শেফালী খাতুন (৩৬), শ্যামনগরের কাশিমাড়ীর আমিনুর রহমান (৫৬) এবং খুলনার কয়রা উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৯)।
বিজিবি জানায়, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও কাগজপত্র যাচাই করে তাঁদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, গত ৩–৪ বছর ধরে কলকাতায় বসবাস করছিলেন। বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।
রঘুনাথপুর বিওপি তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে প্রাথমিক নথিপত্র যাচাই শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।