
যশোর প্রতিনিধি : আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক–কর্মচারী ইউনিয়ন যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী শ্রমিক দল যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু জাফর। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ শ্রমিকদের স্থায়ী নিয়োগ, ন্যায্য অধিকার ও নিরাপত্তা ক্ষুণ্ন করে। তাই এ প্রক্রিয়া বাতিল করে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হাফিজুর রহমান, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক–কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার দ্রুত আউটসোর্সিং নিয়োগ পদ্ধতি বাতিল করে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে।