
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার ২৪ ডিসেম্বর সকাল ১০টায় পালন করা হয়। উপজেলা পরিষদের হল রুমে দৈনিক ইত্তেফাকের পটুয়াখালী জেলা দক্ষিন প্রতিনিধি মো.কামরুর ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ,থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু সাদাৎ মো.হাচনাইন পারভেজ,উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন,দশমিনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো.বেল্লাল হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি রিপন কুমার কর্মকার, দশমিনা রিপোটার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ,সাধারন সম্পাদক সঞ্জয় ব্যানার্জি, দশমিনা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মো.মামুন তানভীর প্রমুখ।