1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
এরপর চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় অভিযোগ গঠন করেন।
বিভাগীয় বিশেষ পিপি কামরুল ইসলাম সাজ্জাদ বলেন, ‘তদন্তকালে পুলিশ যে সাক্ষ্য ও জবানবন্দি সংগ্রহ করেছে এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুটি কমন ধারা ৩০২ ও ১০৯-এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।’
এদিকে, অভিযোগ গঠনের দিনকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
গত বছরের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এরপর গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের এ আদেশকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি করে চিন্ময় অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে রাখে তারা। একপর্যায়ে পুলিশ-বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর লালদীঘির পাড় থেকে কোতোয়ালি এলাকায়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে রঙ্গম টাওয়ারের পাশে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুনের ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়। পাশাপাশি আলিফের ভাই খানে আলম বাদী হয়ে যানবাহন ভাঙচুর ও জনসাধারণের ওপর হামলার ঘটনায় ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন নগরের কোতোয়ালি থানায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট